Header Ads Widget

Number:

Number:
Number বলতে সাধারন অর্থে সংখ্যাকে বুঝায়। Grammar এর ভাষায়, যা দ্বারা কোন গননাবাচক noun বা pronoun এর একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বুঝানো হয় তাকে Number বা বচন বলে।
Types of Number:
Number সাধারনত দুই প্রকার। যথা –
Singular number
Plural number
Singular Number:
যা দ্বারা কোন গননাবাচক noun বা pronoun এর একক মাত্রাকে বোঝায় তাকে Singular number বা একবচন বলে।
Example:
- Book, Brother, Cow, Tree etc.
Plural number:
যা দ্বারা কোন গননাবাচক noun বা pronoun এর বহুমাত্রিক অবস্থাকে বোঝায় তাকে Plural number বা বহুবচন বলে।
Example:
- Books, Brothers, Cows, Trees etc.
Singular number কে Plural Number এ পরিবর্তন করার নিয়ম-
Rule 1:
সাধারনত Singular Noun এর শেষে ‘s’ যোগ করে Plural করতে হয় -
Singular Plural
Cow cows
Boy Boys
Girl Girls
Cat Cats
House Houses
Hand Hands
Eye Eyes
Tiger Tigers
Desk Desks
Rule 2:
Singular Noun এর শেষে s, ss, sh, x, বা z থাকলে এবং শেষের ch এর উচ্চারণ ‘চ’ এর মত হলে ঐ সব Noun এর শেষে es যোগ করে Plural করতে হয়।
Singular Plural
Bus Buses
Class Classes
Brush Brushes
Bush Bushes
Box Boxes
Brunch Brunches
Inch Inches
Watch Watches
Match matches
ব্যতিক্রম
Singular Noun এর শেষের ‘ch’ এর উচ্চারণ ‘চ’ এর মত না হয়ে ‘ক’ এর মত হলে ‘es’ যোগ না হয়ে শুধু ‘s’ যোগ হয়ে Plural হবে। যেমন –
Singular Plural
Stomach Stomachs
Patriarch Patriarchs
Monarch Monarchs

Rule 3:
Singular Noun এর শেষ বর্ণটি ‘o’ হলে এবং তার পূর্বের বর্ণটি consonant হলে ঐ noun এর শেষে ‘es’ যোগ করে plural করতে হয়। যেমন
Singular Plural
Mango Mangoes
Potato Potatoes
Hero Heroes
Negro Negroes
Cargo Cargoes
Volcano Volcanoes
Buffalo Buffaloes
ব্যতিক্রম
কিন্তু কিছু noun এর শেষে ‘o’ এবং ‘o’ এর পূর্বে consonant থাকা সত্ত্বেও সেগুলোর শেষে ‘s’ যোগ করে plural করতে হয়।
Singular Plural
Photo Photos
Solo Solos
Piano Pianos
Canto Cantos

Post a Comment

0 Comments