Header Ads Widget

Class: Nine , Subject English, 8.2.1

 

8.2.1 Let's read the poem and explore how a poet uses his imagination to

write a poem! (কবিতাটি পড়ি এবং কবিতা লেখার জন্য একজন কবি কীভাবে কল্পনাকে

ব্যবহার করেন তা বোঝার চেষ্টা করি!)

 “If I Had But Two Little Wings”

If I had but two little wings

And were a little feathery bird,

To you I’d fly, my dear! 

But thoughts like these are idle things

And I stay here.

But in my sleep to you I fly:

I’m always with you in my sleep!

The world is all one’s own.

And then one wakes, and where am I?

All, all alone.

(Abridged)         

(S. T. Coleridge)

আমার যদি দুটি ছোট ডানা থাকতো

যদি পালকযুক্ত একটি ছোট পাখি হতাম,

প্রিয়তমা! আমি তোমার কাছে উড়ে যেতাম

কিন্তু এসব ভাবনা বেকার

এবং আমি এখানেই আছি ।

আমার ঘুমের মধ্যে তোমার কাছে আমি উড়ে যাই:

সবসময় আমি তোমার সাথে আছি!

এ জগৎটা সবটাই কারো নিজের।

আর কেউ জেগে উঠে, এবং (বলে) আমি কোথায়?

সবাই, সম্পূর্ণ একা।    

(সংক্ষিপ্ত)

(এস.টি কোলরিজ)Now, read the poem again and write the answers to the following questions. Later, check your answers in pairs/groups. (এখন, পুনরায় কবিতাটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। পরে, তোমার উত্তরগুলো জোড়ায়/দলে চেক করো।)

i) "Have you found any imaginary character in the poem? If yes, what is that? (কবিতাটিতে কি কোনো কাল্পনিক চরিত্র খুঁজে পেয়েছো? যদি হ্যাঁ হয়, তাহলে সেটা কী?)

ii) What would the poet do in his imagination? (কবি তার কল্পনাতে কী করেন?)

iii) What do the words “sleep” and “wake" in the poem symbolise? (কবিতাটিতে 'ঘুম' এবং ‘জাগরণ' শব্দ দুটি কিসের প্রতীক বহন করে?)

bat ruiw boiquo             

iv) Do you think the use of imagery helps the readers to understand the poet's imagination? (তুমি কি মনে ..... করো চিত্রকল্পের ব্যবহার কবির কল্পনা বুঝতে পাঠকদের সাহায্য করে?)।

উত্তর):

S1 : Have you found any imaginary character in the poem? If any, what is that? (কবিতাটিতে কি কোনো কাল্পনিক চরিত্র খুঁজে পেয়েছো? যদি হ্যাঁ হয়, তাহলে সেটা কী?)

S2 : Yes, I have. I have found an imaginary character 'you' in the poem. Here 'You' is the beloved of the poet in imagination. If the poet had the wings of a bird, he would have flown to his lover or his life- partner (‘you'). (হ্যাঁ, আমি পেয়েছি। এই কবিতায় 'You' ('তুমি') নামক একটি কাল্পনিক চরিত্র পেয়েছি। এখানে 'You' চরিত্রটি কবির কাল্পনিক প্রিয়তমার। যদি কবির একটি পাখির ডানা থাকতো, তবে তিনি তার প্রিয়তমা বা তার জীবন-সঙ্গী (you)-র কাছে উড়ে যেতেন।)

 

 

S3 : What would the poet do in his imagination? (কবি তার কল্পনাতে কী করেন?)

S2: In his imagination and dream while sleeping, the poet created a domain of great pleasures and enjoyment to where he'd have flown.to unite with his life-partner or beloved like a little feathery bird. This poem is powered exclusively by mentioning his imaginative flights, wherein the poet temporarily forgets his staying at home and its surroundings, exchanging them for an entirely new and completely fictitious experience with his dear ones. (ঘুমের সময় তার কল্পনায় ও স্বপ্নে, কবি বিশাল আনন্দের ও      

উপভোগের একটি রাজ্য তৈরি করেছিলে যেখানে তিনি তার জীবনসঙ্গী বা প্রিয়তমার কাছে একটি ছোট পালকবিশিষ্ট পাখির মতো উড়ে যেতে চান তার সাথে মিলিত হতে। শুধু কবির কাল্পনিক ওড়ার বা যাত্রার কথা উল্লেখ করার দ্বারা কবিতাটি সুগঠিত হয়েছে, যেখানে কবি

সাময়িকভাবে তার বাড়িতে অবস্থানের কথা ভুলে গেছেন এবং ভুলে গেছেন তার পারপার্শ্বিকতাকে তার প্রিয়তমার সাথে একটি সম্পূর্ণ নতুন এবং পুরোপুরিভাবে কাল্পনিক অভিজ্ঞতাকে বিনিময় করার মাধ্যমে।)

S4 : What do the words "sleep” and “wake" in the poem symbolize? (কবিতায় ‘ঘুম' এবং 'জাগরণ' শব্দ দুটি কিসের প্রতীক?)

S3 : The word 'sleep used in the poem symbolizes the poet's unconscious mind or the dream of fabricating a fanciful realm in which he expressed a strong desire to be close with his beloved. And the word 'wake' symbolizes his conscious mind, the reality that he discovered himself at home - 'All, all alone'. The speaker waking from his dream, finds himself still alone. (কবিতায় 'Sleep' বা ঘুম শব্দটির ব্যবহার প্রতীকায়িত করে কবির অচেতন মনকে অথবা একটি কাল্পনিক রাজ্য তৈরির স্বপ্নকে যেখানে তিনি তার প্রিয়সঙ্গীনির সাথে

ঘনিষ্ট হবার তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আর Wake বা জাগরণ শব্দটি তার সচেতন মনকে তুলে ধরে। এটা একটি বাস্তবতা যেখানে কৰি নিজেকে 'আমি একা, পুরো একা', - রূপে আবিষ্কার করেছেন। স্বপ্ন থেকে জাগরিত হয়েও কবি নিজেকে একা পেয়েছেন।)

S2 : Do you think the use of imagery helps the readers to understand the poet's imagination? (তুমি কি মনে করো চিত্রকল্পের ব্যবহার কবির কল্পনা বুঝতে পাঠকদের সাহায্য করে?)

 

Yes, I think the use of imagery helps the readers to comprehend the poet's imagination greatly. In this poem he poured his imagination of flights in words like 'To you I'd fly, my dear' 'Two little wings' etc. These are the examples of visual images of the poet's fanciful flying to his dear ones. They also focus on his dream to see and to enjoy with her in an entirely personal domain of him. But, at last the use of the image 'wakes' has awakened our consciousness and reality where he was all alone. In the midst of the poem, the poet wants to escape from reality to an imaginary world. Through imagination, the poet connects our mind with nature - To fly to you like little feathery bird. Coleridge was preoccupied with the dream of his beloved. The literal flight of fancy in the first stanza is something we've almost all felt at some time. The poet acknowledges that it is a childish

sentiment depicted through the image 'idle things,' but the world of dreams is a magical place where separated lovers can once again be together.        

(হ্যাঁ, আমি মনে করি চিত্রকল্পের ব্যবহার কবির কল্পনাকে বুঝতে পাঠকদের খুবই সাহায্য করে । কবিতায় কবি উড়ে যাওয়ার কল্পনাকে “তোমার কাছে আমি উড়ে যেতে চাই, আমার প্রিয়তমা” ‘দুটি ছোট ডানা' প্রভৃতির মতো শব্দাবলির মাধ্যমে প্রকাশ করেছেন। এগুলো তার প্রেয়সীর কাছে তার কাল্পনিক উড়ে যাওয়ার চাক্ষুস চিত্রকল্পের উদাহরণ। এগুলো তার নিজের ব্যক্তিগত জগতে কবির প্রিয়তমার সাথে দেখা করার এবং আনন্দ উপভোগ করায় তার স্বপ্নকেও গুরুত্ব দেয়। কিন্তু, পরিশেষে 'wakes' (জাগ্রত হওয়া) চিত্রকল্পটি আমাদের সচেতনতাকে এবং বাস্তবতাকে জাগিয়ে তুলেছে যেখানে কবি পুরোই একা ছিলেন । কবিতার মধ্যে কবি বাস্তবতা থেকে একটি কাল্পনিক জগতে মুক্তি পেতে চান। কল্পনায় কবি আমাদের মনকে প্রকৃতির সাথে সংযুক্ত করেছেন— 'একটি ছোট পালকযুক্ত পাখির মতো তোমার কাছে উড়ে যাওয়া।' কোলরিজ তার প্রেয়সীর স্বপ্নে বিভোর ছিলেন । প্রথম স্তবকের কল্পনায় প্রায় বাস্তবে উড়ে যাওয়া হলো এমন ঘটনা যেটা আমরা প্রায় সকলে অনুভব করেছি। কবি স্বীকার করছেন যে এটা একটি শিশুসুলভ মানসিকতা যেটা 'idle things' (নিরর্থক বিষয়াবলি)-এর চিত্রকল্পের মাধ্যমে প্রকাশ পেয়েছে, কিন্তু স্বপ্নের জগৎটা একটা চমকপ্রদ স্থান, যেখানে ভিন্ন ভিন্ন প্রেমিক-প্রেমিকারা আবারো একত্রিত হতে পারে।)


Post a Comment

0 Comments